সারাদেশে বিএনপি-জামাতের ডাকা অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পাবনা শহরে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
তবে অবরোধের পক্ষে বিএনপি-জামায়াতের কোন মিছিল পিকেটিং দেখা যায়নি। জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শহরের জুবলি ট্যাংক এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আ.লীগ কার্যালয়ে সামনে গিয়ে শেয় হয়। পরে সেখানে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্যেদেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন, কেন্দ্রয়ী আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি, জেলা আ.লীগের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রুমন, আনিসুজ্জামান দোলন, কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল প্রমুখ। মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা হরতাল-অবরোধের নামে বিএনপি-জামাতের সহিংসতার তীব্র প্রতিবাদ জানান।